Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুজবের প্রমাণ দিতে ব্যাংক স্টেটমেন্ট দেখালেন পিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১:২৪ পিএম
স্পেনের টিভি থ্রিতে একটি খবর বের হয়েছে। সেখানে বলা হয়েছে বার্সেলোনা বেশ কয়েকজন খেলোয়াড়কে বেশি বেতন দেয়। কিন্তু সমর্থকদের বলে অন্যটা৷ 
 
টিভি থ্রিতে এমন খবর প্রকাশ করেছেন লুইস ক্যানোট৷ তিনি জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাসহ বেশ কয়েকজনের নাম এনেছেন। 
 
বিষয়টি নিয়ে সবাই বেশ ক্ষিপ্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছেন পিকে। তাকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে সেটির প্রমাণ দিতে তিনি তার ব্যাংক স্টেটমেন্টই দেখিয়েছেন। 
 
তার দেয়া ব্যাংক স্টেটমেন্টের একটি ছবিতে দেখা যায় তার মূল বেতন হলো ২.৩ মিলিয়ন ইউরো। 
 
পিকে ক্ষোভ ঝেড়ে বলেন, ‘ক্যানোটের মতো মানুষেরা সাধারণ জনগণের টাকায় নিজ বন্ধুদের বাঁচানোর চেস্টা করছে।  এই যে দেখুন আমার মূল বেতনের ৫০ ভাগ দেয়া হয়েছে ৩০ ডিসেম্বর। নিজেকে সম্মান দেখান।’ 
 
তাছাড়া বার্সার পক্ষ থেকেও অফিসিয়ালি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বেতন সংক্রান্ত যে রিপোর্ট করা হয়েছে তার পুরোটা মিথ্যা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ