প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নির্মাণাধীন ‘হারজিৎ’ সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন এমন সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টিভি অভিনেতা সজল। বেশ কয়েকটি অনলাইনে এ সংবাদ প্রকাশিত হলে সজল বেশ অবাক হন। তিনি বলেন, ‘যে কোনো সংবাদ প্রকাশ করার আগে একটু জিজ্ঞেস করে নিশ্চিত হওয়াটা সবার জন্যই ভালো। এতে পাঠকরাও বিভ্রান্ত হয় না, আমাদেরও ভিত্তিহীন সংবাদের কৈফিয়ত দিতে হয় না। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে সিনেমাটির কাজ শুরু করেছি, এ প্রেক্ষিতে নায়ক পরিবর্তন হওয়ার প্রশ্নই ওঠে না।’ সিনেমাটির নির্বাহী প্রযোজক নুজহাত আলভী বলেন, ‘এমন সংবাদে আমি চমকে গিয়েছি। বিগ বাজেটের সিনেমা এটি। তাই একটু সময় নিয়ে কাজটি করছি। এরইমধ্যে আমরা সফলভাবে প্রথম লটের শুটিং শেষ করেছি। খুব শীঘ্রই এর দ্বিতীয় লটের শুটিংও শুরু হবে। দেশের বাইরের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। জানি না এমন সংবাদ কোথা থেকে সংবাদ মাধ্যমগুলো পেলো। আমাদের জিজ্ঞেস করলেই এ সংবাদের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যেত।’ তিনি বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, এটি একটি অসত্য সংবাদ, যার ভিত্তি নেই। সজলই এ সিনেমায় নায়ক হিসেবে থাকছে। ‘হারজিৎ’-এর কাজ খুব সুন্দরভাবেই এগুচ্ছে। এতে কোনো ধরনের শিল্পী পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই।’ সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।