Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে টঙ্গীবাজার মিতালী পেট্রোলপাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে আব্দুর রাহিম, শামীম হোসেন বাবু, নুরে আলম ও আরাফাত হোসেন। পুুলিশ জানায়, একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রোলপাম্পের সামনে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলার পর গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ