Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান বিচারপতি এসময় ফাতিহা পাঠ করে জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান বিচারপতির সাথে রেজিষ্ট্রার জেনারেল মো. আলী আকবর, গোপালগঞ্জের জেলা দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আলমাস হোসেন মৃধা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহাদাৎ হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াসুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসসহ অন্যান্য বিচাররকগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া থেকে ফিরে খুলনার উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর সমাধি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ