Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছ কেটে মৃত্যুর বদলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামে গত ৩ জানুয়ারি সকালে একটি নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন স্থানীয় পত্রিকা বিক্রেতা সোহরাব হোসেন। তার দু’দিন পর ৫ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনার কয়েকমাস আগে গাছটিতে বজ্রপাত হয়েছিল। বজ্রপাতের পর থেকে এলাকার মানুষ বলছিল গাছটি অভিশপ্ত। এসব কথা উপেক্ষা করে গাছটি কাটার জন্য সোহরাব হোসেন গাছে উঠেছিলেন। একদিকে অভিশপ্ত গাছ এবং অন্যদিকে সোহরাব হোসেনের মৃত্যু সব মিলিয়ে এলাকাবাসী গাছটিকে অমঙ্গলের চিহ্ন মনে করছিলেন। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী গাছটি কেটে ফেলেন। সুন্দরমহল গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ও জয়নাল জানান, গাছটি অভিশপ্ত ছিল। এটা জানার পরও সোহরাব গাছ কাটতে উঠেছিল। গাছ কাটার চেষ্টা করায় তাকে প্রাণ দিতে হয়েছে। তার আগে গাছটিতে বজ্রপাত হয়েছিল। আমরা গাছটি কেটে মৃত্যুর বদলা নিলাম, এলাকা অভিশাপমুক্ত হয়েছে। স্থানীয় জাইআ সুন্দরমহল দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ইয়াকুব আলী জানান, অভিশপ্ত গাছ বলে কিছু নেই। এটা এলাকাবাসীর ভুল ধারণা। তবে যেহেতু গাছটি থেকে পড়ে একজন মৃত্যু হয়েছে, তাই গাছটি কেটে ফেলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাছ কেটে মৃত্যুর বদলা

৮ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ