Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টফি অ্যাপে বাংলায় টার্কিশ সিরিজ দ্য গ্রেট সেলজুক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি নিয়ে আসছে ইতিহাসভিত্তিক টার্কিশ ড্রামা সিরিজ ‘দ্য গ্রেট সেলজুক’। ৯ জানুয়ারি থেকে টফিতে দর্শকরা বাংলায় জনপ্রিয় এ সিরিজটি উপভোগ করতে পারবেন। সেলজুক সাম্রাজ্যের উত্থানপর্ব ঘিরে সাজানো হয়েছে সিরিজটির কাহিনী। সেলজুকদের সাথে রোমানদের দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাবহুল পর্ব দেখা যাবে সিরিজটির গল্পে। সুলতান মালিকশাহ এবং তার পুত্র আহমেদ সাঞ্জারের রাজকীয় সংগ্রামের পথ ধরে হেঁটে গেছে দ্য গ্রেট সেলজুক। সুলতান মালিকশাহ-এর ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি তারকা বুগরা গুলসয়। সুলতান পুত্র আহমেদ সাঞ্জারকে পর্দায় ফুটিয়ে তুলেছেন একিন কোচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সেভদা এরগিনসি, লেয়লা ফেরে প্রমুখ। টফির ডিজিটাল সার্ভিসেস বিভাগের পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, টফিতে টার্কিশ সিরিজ ভক্তরা ইতোমধ্যে কুরুলুস ওসমান এবং সূরা, এ দুটি সিরিজ দেখছেন নিয়মিত। দ্য গ্রেট সেলজুক-এর মতো আরও নতুন কনটেন্ট নিয়ে আসবে টফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টার্কিশ সিরিজ দ্য গ্রেট সেলজুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ