Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েকটা ফ্লপের পর এখন আমাকে এড়িয়ে চলা হয় : নিকোলাস কেইজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

২০০৪ সালে অস্কার জয় করেছেন নিকোলাস কেইজ, ১৯৯৮ সালে হলিউড ওয়াক অফ ফেইমে স্থান পেয়েছেন। তিনি জানান তাকে নিয়ে নির্মাতাদের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় তিনিও তার কৌশল বদলাচ্ছেন। আমি জানি, কয়েকটা ফিল্ম ফ্লপ করার পর স্টুডিও সিস্টেমে আমি একঘরে হয়ে পড়েছি, আর তারা আমাকে আমন্ত্রণ জানানওও বন্ধ করে দিয়েছে, অভিনেতা এক পডকাস্টে বলেন। তবে ‘পিগ’ পরিচালক মাইকেল সার্নোস্কি তাকে নিয়ে ঝুঁকি নিয়েছেন বলে তিনি তার প্রতি কৃতজ্ঞতা জানান। আমি জানতাম, কোনও এক তরুণ নির্মাতা যে আমার আগের কোনও কাজ দেখেছে সেই এগিয়ে আসবে, সে বুঝবে তার চিত্রনাট্যের জন্য আমি সঠিক বাছাই হতে পারি, কেইজ বলেন। আর সেজন্যই সে মাইকেল নয় বরং আর্কএঞ্জেল মাইকেল। এমন ঘটত না যদি না সে বলত,’আমার সঙ্গে আসুন’, কেইজ বলেন । কেইজ ১৯৯৭ সালের ‘ফেইস/অফ’ ফিল্মের স্মৃতিচারণ করেন যে ফিল্মটিতে তার সঙ্গে ছিলেন জন ট্রাভোল্টা। তিনি জানান একটা সময় বাস্তবতা আর ফিল্ম এক হয়ে গিয়েছিল যখন তাকে সিরিয়াল কিলার ক্যাস্টর ট্রয়ের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। রুশ থিয়েটার কনস্ট্যান্টিন স্তানিস্লাভস্কির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একজন অভিনেতার সবচেয়ে মন্দ পারফরমেন্স হল যখন সে কারও নকল করে। আমি একটু বিদ্রোহী ছিলাম বরাবর। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’-এ আমি ওয়ারহলের মত হতে চেয়েছি। ‘ফেইস/অফ’ বা ভ্যাম্পায়ার কিস’ ফিল্মে ওয়েস্টার্ন কাবুকি, ব্যারোক বা অপেরাটিক কাজ করার চেষ্টা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিকোলাস কেইজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ