বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গভীর জঙ্গলে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় দুটি বিদেশি অস্ত্র ও ছয়টি দেশীয় তৈরি বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- মো. নূর, আমান উল্লাহ, খাইরুল আমিন, নাজিম উল্লাহ।
র্যাব ১৫ অধিনায়ক খাইরুল আমিন সরকার জানান, মিয়ানমার থেকে দীঘ দিন ধরে অস্ত্র পাচার হচ্ছিল। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রথমে আমাদের কাছে তথ্য ছিল অস্ত্রের কারখানা রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাদের জন্য র্যাব হেফাজতে রাখা হয়েছে।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।