রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. মহসিন আলী মঞ্জু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে
বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর দাসিয়ারছড়া ছিট মহলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে দাসিয়ার ছড়ায় বইছে উৎসবের আমেজ। দাসিয়ার ছড়া তিনটি ইউনিয়নে ভাগ হয়ে যাওয়ায় তিন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা দাসিয়ারছড়ায় যাচ্ছেন, দিচ্ছে নানা রকম প্রতিশ্রুতি। ৬৮ বছরের অন্ধকার জীবনের অবসান ঘটিয়ে সদ্য মুক্তির স্বাদ পাওয়া এসব মানুষ আনন্দিত। যারা অতীতে একটি দেশের নাগরিক হয়েও পাননি কোন অধিকার, বেঁচে থাকার জন্য কোন অবলম্বন। ছিটমহল খ্যাত এই এলাকায় বাহিরের কেউ বেড়াতে গেলে মনে হত আদিম কোন মানুষের গ্রামে এসেছেন। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পরেই পরিবর্তিত হচ্ছে তাদের জীবনধারা। বিদ্যুৎ, পাকা রাস্তা, বয়স্ক ভাতা, ব্যাংকিং সুবিধাসহ নানা রকম সুযোগ-সুবিধা ভোগ করছেন। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ছিটের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি থাকলেও বিভিন্ন বিষয়ে রয়েছে তাদের পাওয়া না পাওয়া, ব্যথা-বেদনা, আশা-নিরাশা ও হতাশা। দাসিয়ার ছড়ায় মোট জনসংখ্যা ৬৫২৯ জন। এদের মধ্যে ভোটার হয়েছেন মাত্র ২৫৬২ জন। ২০১১ সালের হেড কাউন্টিং এ নাম না থাকা, গণনার সময় এলাকায় না থাকা, নামের বানান ভুল বিভিন্ন কারণে অনেকেই ভোটার হতে পারেনি। নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে কিছু মানুষ আনন্দিত হলেও যারা এখনো এ কার্ড পাননি তারা হতাশায় ভুগছেন। ১৯৪৭ সালের পর ছিট বাংলায় কোন ভূমি জরিপ হয়নি। ফলে জমির কাগজপত্রের অপূর্ণাঙ্গতা রয়েই গেছে। নতুন দেশে জমি নিয়ে শঙ্কায় আছেন নতুন বাংলার মানুষ। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পরেই এখানে জমির দাম বেড়ে যায়। একশ্রেণির প্রভাবশালী নামে-বেনামে জমি কিনছেন। ফলে নতুন জরিপে অনেকেই তার অধিকার থেকে বঞ্চিত হতে পারে। ছিটের প্রাক্তন চেয়ারম্যান নুরুজ্জামান সরকার বলেন, জমির দখলী স্বত্ব, কাগজপত্র, সর্বোপরি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জমির প্রকৃত মালিকের নামে জমি রেকড করতে হবে। ডিসি খাঁন মো. নুরুল আমিন এ ব্যাপারে আশ্বস্ত করলেও ছিটের মানুষের দুঃচিন্তা কাটেনি। নতুন বাংলায় অন্তর্ভুক্তির পরে ছিটে শুরু হয়েছে শিক্ষা বিল্পব। ২০টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১টি কলেজ গড়ে উঠলেও প্রাথমিক স্কুল মাত্র ৩টি জাতীয়করণের আওতায় নেয়া হয়েছে। মাধ্যমিক স্কুল ১টি, বালিকা স্কুল ১টি ও মাদ্রাসা ১টি এমপিও ভুক্তি করা হবে। ফলে ১টি কলেজসহ বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা গড়ে তুলেছেন তারা কেউ হতাশ হয়ে স্কুল বন্ধ করে দিচ্ছেন। এ ব্যাপারে ছিটের মানুষ মনে করেন সংখ্যায় বেশি হলেও সরকার ইচ্ছে করলে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তালিকায় নিতে পারেন। মো. আজিজার রহমান টনকা (৭৫) দীর্ঘ ৩৫ বছর ছিটের উইন কমান্ডার ছিলেন। তার অধীনস্থ ১৮০ জন ভিডিপি সদস্যসহ বাংলাদেশ সরকারের কাছে তীরধনুক জমা দিয়েছেন। তার পদটি একটি স্বাধীন দেশে সেনাবাহিনী প্রধান বা পুলিশ প্রধানের মত ছিল। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর টনকা মিয়ার খবর কেউ রাখেনি। এজন্য তার দুঃখ নেই। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি খুশি। তার আবেদন বাংলাদেশে এই ১৮০ জন ভিডিপি সদস্যদের যেন চৌকিদার, দফাদার, ভিডিপি সদস্য নেওয়ার ক্ষেত্রে এদের বা এদের সন্তানদের মধ্যে কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। আগামী ৩১ অক্টোবর ফুলবাড়ীর ৩টি ইউনিয়নে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দাসিয়ার ছড়াবাসী হাইকোর্টে রিট আবেদন করেছেন। তারা একটি স্বতন্ত্র ইউনিয়ন চান। তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদের অনেক দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেষ চাওয়া এই নির্বাচনের পরবর্তী নির্বাচনে দাসিয়ার ছড়া হবে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন যার নাম হবে ‘হাসিনা-নগর’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।