Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্কুলের টাকা চুরির অভিযোগে আটক ২

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ লাখ টাকা চুরির অভিযোগে ২ কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা স্কুলের চেকবই চুরির মাধ্যমে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বেশ কিছুদিন ধরে টাকা উঠিয়ে আত্মসাৎ করে যাচ্ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার জানান, গত ৭ অক্টোবর স্কুলের চেক বই ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল চুরি যায়। এ ব্যাপরে বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার রায়কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ। তাছাড়া এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। গত ২৫ অক্টোবর বিদ্যালয়ের ২ কর্মচারী অর্চনা রানী ও জামমেদ অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষকের কাছে চেকের মাধ্যমে টাকা উত্তোলন ও ফাইল চুরির কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তদন্তে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস থেকে স্কুলের চেক বইয়ের মাধ্যমে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ৫ লাখ টাকা উঠিয়ে আত্মসাৎ করেছে। এ অপকর্মের জন্য তাদের গত বৃহস্পতিবার পুলিশে সোপর্দ করা হয়েছে। মাগুরা সদর থানার এস আই রিয়াজুল ইসলাম জানান, আটক দুই কর্মচারী প্রাথমিক জিঙ্গাসাবাদে টাকা ও ফাইল চুরির কথা স্বীকার করেছে। বিদ্যালয়ের চেক বই ও গুরুত্বপূর্ণ ফাইল হারানোর ব্যাপারে প্রধান শিক্ষকের দায়িত্বহীনতার বিষয়টি বর্তমানে আলোচনায় এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলের টাকা চুরির অভিযোগে আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ