Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভাবশালীরা সড়ক দখল করায় বাড়ছে ভোগান্তি

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
রাঙ্গুনিয়ার মরিয়মনগর মরমপাড়ার আহমদ মিয়া সওদাগর সড়কের দুই পাশ বেদখলের হওয়ার অভিযোগ উঠেছে। সড়কের প্রস্থ ছোট হয়ে যাওয়ায় যান চলাচল ও শত শত গ্রামবাসী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মূল সড়কের সাথে সংযুক্ত মরমপাড়া আহমদ মিয়া সওদাগর কাচা সড়কটি গত ২০১০-১১ অর্থবছরে রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় ৩০০ মিটার ব্রিক সলিং ও ওয়াল নির্মাণ বাবদ ৮ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৫-১৬ অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক মরমপাড়ার আহমদ মিয়া সওদাগর সড়কটি সিসি ঢালাই ৩ লক্ষ টাকা বরাদ্দে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মরমপাড়ার গ্রামের আলী আকবর চৌধুরী জানান, মরমপাড়ার আহমদ মিয়া সওদাগর সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাফেরা করে। সড়কটি ব্রিক সলিং ও সিসি ঢালাই হওয়ায় এলাকার মানুষের যাতায়াতে সুবিধা বেড়েছে। ৩০০ মিটার ব্রিকসলিং সড়কের প্রস্থ ১২-১৩ ফুট। সড়কটি সিসি ঢালাই হওয়ার পর থেকে সড়কের দুই পাশে জনৈক মোহাম্মদ ইউছুপ দখলে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাস্তা দখলে নিয়ে ফলজি গাছ রোপন করা হয়েছে বলে জানা গেছে। গ্রামের মোহাম্মদ ইউছুপ জামাল জানান, মরমপাড়ায় শতশত পরিবার বসবাস করে। এসব পরিবারের শতশত শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় লেখাপড়া করে। সড়কের দুই পাশে বিভিন্ন স্থাপনা ও পানির নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে জায়গা দখলে নেয়া হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ ইউছুপের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কের জায়গা দখলের প্রশ্ন আসে না। আমার জায়গা সীমানায় রাস্তার ধারে একটি পানির পাইপ স্থাপন করেছি। গাছ রোপণ ও বাড়ি নির্মাণের বিষয়টি মিথ্যা বলে তিনি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রভাবশালীরা সড়ক দখল করায় বাড়ছে ভোগান্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ