Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ফ্লাইটে করোনা আক্রান্ত শতাধিক যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৬ পিএম

ইতালি থেকে ভারতের অমৃতসরে অবতরণ করা একটি ভাড়া করা ফ্লাইটে ১২৫ জন যাত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে। ইতালির মিলান থেকে অমৃতসরে ফ্লাইটটি বুধবার অবতরণ করে। এতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন।

খবরে বলা হয়েছে, ফ্লাইটটিতে যাত্রী হিসেবে থাকা শিশু ও নবজাতকদের করোনা পরীক্ষা করা হয়নি। মোট ১৬০ জন যাত্রীর পরীক্ষা করা হলে ১২৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হন। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এগুলোতে আক্রান্তদের আইসোলেশনে নেওয়া হয়। বিমানবন্দরের প্রবেশ পথে অনেক মানুষ জড়ো হয়েছেন।

ভারতের দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো বৃহত্তম শহরগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তবে আক্রান্তের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে না। তবে আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতে গ্রামীণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়লে হাসপাতালগুলোতে চাপ বাড়তে পারে।

বৃহস্পতিবার ভারতে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৮ জন। বছরের শুরুর তুলনায় এটি প্রায় চারগুণ। এসব আক্রান্তের বেশিরভাগ শহরগুলোতেই। কর্মকর্তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টে স্থান দখল করছে ওমিক্রন। নতুন আক্রান্তদের শুধু যে মৃদু উপসর্গ আছে তা নয়, বাড়িতেই দ্রæত সেরে উঠছেন তারা। সূত্র : বিবিসি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ