প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এস এ হক অলিক পরিচালিত সিনেমা গলুই সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দেখে সেন্সরবোর্ড সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি নিয়ে অলিক আশাবাদী। আগামী ঈদে এটি মুক্তি দেয়া হবে বলে অলিক জানিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, অলিকের সিনেমার প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। তার প্রথম সিনেমা হৃদয়ের কথা থেকে এই আগ্রহ সৃষ্টি হয়েছে। সিনেমাটির গান ও গল্প আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে গান এবং এর চিত্রায়ন দেশের চলচ্চিত্রে গানের চিত্রায়নের ধারনা বদলে দেয়। শ্রুতিমধুর গান সঙ্গে অপূর্ব লোকেশনে চিত্রায়ন দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। এ ধারাবাহিকতায় অলিক নির্মাণ করেছেন তার নতুন সিনেমা গলুই। সিনেমাটির গল্প ও গান বরাবরের মতো দর্শক আকর্ষণ করবে, এ ধারণা এখন বদ্ধমূল হচ্ছে। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী। আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজসহ একঝাঁক তারকা। এটি সরকারি অনুদানের সিনেমা। প্রযোজক হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।