রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বি.এস. ডাঙ্গী গ্রামে মৃত সেক করিমের পুত্র সেক শহীদ বসতভিটে ঘেঁষে সরকারি রাস্তার ইট তুলে বাড়ীর দেয়াল নির্মাণকারী দখলদার অবশেষে নিজেরাই গত বৃহস্পতিবার তা ভেঙে নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনিক চাপের মুখে দখলদার তার লোকজন নিয়ে দেয়াল ভেঙে দিয়ে রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছেন। এ ব্যপারে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন, ‘অফিসিয়াল প্রসেসে ওয়ালটি ভাঙতে গেলে উচ্ছেদ মামলা করার পর রায় নিয়ে ভাঙতে হতো, এতে আরো বেশী সময় লাগতো। তার চেয়ে প্রশাসনিক চাপের মুখে দখলদার ওয়ালটি ভেঙে নেওয়ায় কাজটি সহজ হয়েছে’। এ বিষয়ে দৈনিক ইনকিলাবে সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ হয়েছিল। জানা যায়, সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসী বাড়ীর উত্তর পার্শ্বের সরকারি ইটের রাস্তার উপরের অংশের প্রায় ২ ফুট প্রস্ততা এবং ৮০ ফুট লম্বাকৃতি আয়তনের বাড়ীর দেয়াল নির্মাণ করেন ওই দখলদার। এতে রাস্তাটি সংকুচিত হয়ে ভ্যান রিক্সা চলাচল ব্যাহত হচ্ছিল। এলাকাবাসী থানা পুলিশ করেও ওয়ালটি অপসারণ করতে পারেনি। পরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন মহলের চাপের মুখে নির্মাণাধীন বাউন্ডারী ওয়ালটি ভেঙে নিতে বাধ্য হয়েছেন দখলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।