Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষার আলো বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা

ভবন হলেও কার্যক্রম বন্ধ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাই ওয়া¹াছাড়া ইউনিয়েেন পরিমল চন্দ্র তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ হলেও কোন শিক্ষক না দেওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার আলো হতে বঞ্চিত রয়েছে। বিদ্যালয়টি বনজঙ্গলে ভরে গিয়ে ভুতরে পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী কর্তৃক ৫৮ লাখ ১৩ হাজার টাকা অর্থায়নে চারতলা ফাউন্ডেশনসহ একতলা ভবন (৪ কক্ষ) ২০১৪-১৫ অর্থ বছরে নির্র্মাণ কার্যক্রম শেষ করা হয়। নির্মাণ কাজ ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ সমাপ্ত করা হলেও অদ্যাবধি বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ বা ডেপুটিশনে শিক্ষক না দেয়ায় বিদ্যালয়টি কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে। জানা যায় জেলা পরিষদ কর্তৃক শিক্ষকের কোন পদ সৃষ্টি না করার ফলে উক্ত শিক্ষা কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে। এদিকে পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা শিক্ষার আলো হতে বঞ্চিত হয়ে পড়েছে। বিগত জানুয়ারি মাসে ডেপুটিশনে শিক্ষক দেয়ার জন্য প্রস্তাব করা হলে তাও ব্যর্থ হয়ে যায়। কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এক প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার জন্য বিদ্যালয় নির্র্মাণ করেও শিক্ষক না দেয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি শিক্ষক দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  নিকট আবেদন জানান। এদিকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার প্রতিনিধিকে বলেন, জেলা পরিষদ কর্তৃক শিক্ষক নিয়োগ দেয়া বা পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষা কার্যক্রম চলছে না। যদি ডেপুটিশনের মাধ্যমে কাউকে দেওয়া হয় তা হলে শিক্ষা কার্যক্রম চালু রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সুন্দর পরিবেশে স্কুলটি নির্মাণ করা হলেও বর্তমানে বনজঙ্গলে বিদ্যালয়টি অভিভাবকহীন পরিত্যক্ত পড়ে আছে। শিক্ষার আলো পরিবর্তে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এলাকার সচেতন লোকজন বলেন, অতিদ্রুত এ প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রয়োজন হয়ে পড়েছে। এদিকে এলাকার লোকজনের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার আলো বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ