রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
পুঠিয়া উপজেলায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে চার জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে পালোপাড়া গ্রামে বাল্য বিবাহ হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও থানা পুলিশ অভিযান চালিয়ে কনের বাবা, মসজিদের ইমাম, কাজীসহ চারজনকে আটক করে। পরদিন গত বৃহস্পতিবার তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে উপজেলার পালোপাড়া গ্রামের দুলালের স্কুল পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৩-এর আওতায় কনের বাবা দুলাল (৩০) কে ১০ দিনের কারাদ- ও বর কনেকে কবুল, পাঠ ও স্বীকার করানোর অপরাধে পুঠিয়ার আগিনাদহ্ মসজিদের ইমাম রুহুল আমিন (২৫) কে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিয়ের কবুল, পাঠ ও স্বীকার করানোর অপরাধে ধনঞ্জয়পাড়া জামে মসজিদের ইমাম ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন (২৬) কে ১০ দিনের কারাদ- ও বিবাহবন্ধন করায় পুঠিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্টার মেহেদি হাসান (২৮) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।