Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় নকলের অভিযোগে শিক্ষকসহ বহিষ্কার ৬

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় নকলের অভিযোগে এক শিক্ষকসহ ৬ জন বহিষ্কার হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে এক শিক্ষক ও ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় নকল করে পরীক্ষা দেওয়ার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার ৫ জন পরীক্ষার্থী ও কক্ষের কর্তব্যরত শিক্ষক সাইদুর রহমানকে বহিষ্কার করেন। এসময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষায় নকলের অভিযোগে শিক্ষকসহ বহিষ্কার ৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ