মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ - এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। পৃথিবীর ইতিহাসে লার্জ হাড্রন কোলাইডার এর পর সবচেয়ে জটিল ও উন্নততর সায়েন্টিফিক মেশিন এটি। পৃথিবী থেকে ১৬ লাখ কিলো মিটার দূরে এই স্পেস টেলিস্কোপ স্থাপন করা হবে।
২৫ বছরের সাধনার পর বিশ্বের প্রায় ১৫ টি দেশের বিজ্ঞানী, প্রকৌশলীরা মিলে তৈরী করেছেন জেসম ওয়েব নামের এই বিস্ময়কর স্পেস টেলিস্কোপ। গ্যালাক্সি কিভাবে তৈরী হয়েছে, নক্ষত্র কিভাবে তৈরী হয়েছে এসব জানার জন্য এক কথায় সৃষ্টির আদি রহস্য জানা হবে এই টেলিস্কোপ এর প্রথম কাজ।
এ ছাড়াও এক্সোপ্লানেট এর সন্ধান এবং তাতে প্রাণের অস্তিত্ব আছে কি না সেটিও অনুসন্ধান করবে জেমস ওয়েব টেলিস্কোপ। ১০ বিলিয়ন ডলারের এই টেলিস্কোপ ডিজাইন করা হয়েছে বিশেষ পদ্ধতিতে ইনফ্রারেড লাইট ডিটেক্ট করার জন্য। যা বিলিয়ন আলাকবর্ষ দূর থেকে আসা আলো পর্যবেক্ষণ করতে পারবে।
আগামী ৬ মাসের মধ্যে জেমস ওয়েব তথ্য প্রেরণ শুরু করবে। অধীর অপেক্ষায় কাটবে আগামী ৬টি মাস। পৃথিবী তাকিয়ে আছে সেই বিস্ময়ের অপেক্ষায়। হয়তো পাল্টে যাবে আমাদের অনেক ধারনা আর জানা হবে নতুন অনেক কিছু। উন্মোচিত হবে অনেক না জানা বিষয়। সূত্র: বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।