Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা না নিলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, দেশবাসীকে হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ৪:১৭ পিএম

যারা ফ্রান্সে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নেননি, তাদের জীবন তিনি জটিল করে তুলবেন। টিকা না নেওয়া ফরাসী নাগরিকদের এমনই সতর্ক বার্তা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। একটি পত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে ম্যাখোঁ বলেন, যারা এতবার করে বলার পরেও, দেশে এতখানি দুর্যোগের পরেও টিকা নেননি, আমি সত্যি সত্যিই তাদের সঙ্গে ঝামেলা করবো এবং এর শেষ দেখে ছাড়ব।

তবে দেশের বিরোধী দলের নেতারা ম্যাখোঁর এমন কড়া ভাষার নিন্দা করেছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, তিনি লোককে টিকা দিতে জোর করবেন না। কিন্তু সামাজিক কর্মকাণ্ডে টিকাবিহীন লোকদের অংশগ্রহণে বিপুল বিধিনিষেধ আরোপ করবেন। আর এর মাধ্যমেই করোনার টিকাকরণে লোকের আগ্রহ বাড়বে বলে তিনি আশা করছেন।

তাঁর সংযোজন, আমি টিকা না দেওয়া লোকদের জেলে পাঠাবো না। বরং বলব, ১৫ জানুয়ারি থেকে আপনারা রেস্তোরাঁয় যেতে পারবেন না। আপনারা কফি খেতে পারবেন না, আপনি থিয়েটার এবং সিনেমা হলেও যেতে পারবেন না। এতেই যথেষ্ট কাজ হবে।

চলতি সপ্তাহে ফরাসি সরকার একটি আইন পাশ করতে চলেছে যা অনুসারে সরকারি বিভিন্ন জায়গায় এবং পরিবহনে যেতে চাইলে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। আশা করা হচ্ছে এই সপ্তাহে ভোটের মাধ্যমে এই আইন পাশ করা হবে। তবে এই ঘটনায় দেশটির টিকা বিরোধীরা বেজায় নারাজ। এমনকী এহেন আইন পাশ করতে চাওয়ায় দেশটির মন্ত্রীদের হত্যার হুমকিও দিচ্ছেন টিকা বিরোধীরা। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ