Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটুরিয়ায় ৫ বাড়িতে ডাকাতি

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় দরিদ্র ৫ কৃষক ও শ্রমিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। তাদের মধ্যে ২ জনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে সাটুরিয়া উপজেলার কইজুরি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, সাটুরিয়া উপজেলার কইজুরি গ্রামে রাতে ১৫/১৭ জনের দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত হানা দিয়ে কৃষক তোফন আলীর বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ, আলমগীর হোসেনের বাড়ি থেকে ৩০,০০০ হাজার টাকা, জসিম উদ্দিনের বাড়ি থেকে ১০০ টাকা, মন্টু মিয়ার বাড়ি থেকে ১০০০ হাজার, সাত্তার হোসেনের বাড়ি থেকে ১৫০০ টাকা ও মোবাইল ফোন, সাজাহান আলীর বাড়িতে ঢুকে কোন টাকা ও নেবার মতো মালামাল না পেয়ে তাকে মারধোর করে। ডাকাতদের মারধোরে বৃদ্ধ মিয়া (৩০), নাসরিন (১৮), ছালাম (১১), জান্নাতুল (১৪), ও সাজাহান আহত হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ মিয়া ও নাসরিনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাটুরিয়ায় ৫ বাড়িতে ডাকাতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ