Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়া হয়নি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১০:২৫ এএম
বিশ্বের নাম্বার ওয়ান টেনিসার নোভাক জোকোভিচকে বিমানবন্দরে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া৷ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দুবাই থেকে মেলবোর্নে যান সার্বিয়ান টেনিন মহাতারকা জোকোভিচ। তবে সেখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স জানায় জোকোভিচের কাগজপত্রে অসঙ্গতি আছে। 
 
এ কারণ দেখিয়ে বিমানবন্দরেই তার ভিসা বাতিল করে দেয়া হয়। এরপর তাকে এখন একটি সরকারী হোটেলে আটকে রাখা হয়েছে ৷ কিছু কাজ শেষে তাকে অন্য কোন দেশের বিমানে ওঠিয়ে দেয়া হবে। 
 
জোকোভিচকে বিমানবন্দরে আটকে দেয়ার কারণ হলো তিনি ভ্যাকসিন বিরোধী মানুষ। জোকোভিচ নিজে এখনো ভ্যাকসিন নেননি বলে ধারনা করা হয়৷ তবুও তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে চান বলে তাকে ভিসা পেতে সহায়তা করেছিল অস্ট্রেলিয়া ওপেন কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে এসে জোকোভিচকে আটকে দেয়া হয়। জানা গেছে মেলবোর্নে পৌছানোর পর কয়েক ঘন্টা তাকে আটকে রাখা হয়। এরপর পাঠানো হয় হোটেল৷ 
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়ায় কোন ব্যক্তিকে বিশেষ কোন সুবিধা দেয়া হবে না। সকলকে নিয়মকানুন মেনে তবেই চলতে হবে৷ 
 
এদিকে করোনা নিয়ে পৃথিবীর যে কটি দেশ কড়াকড়ি রয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া আছে সবার উপরে৷ তারা এখনো অনেক কঠোর নিয়ম শিথিল করেনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ