স্প্যানিশ কোপা দেল রের রাউন্ড ৩২ এর ম্যাচে আজ বৃহস্পতিবার তৃতীয় বিভাগের দল আলকোয়ানোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই রাউন্ড ৩২ থেকে গত মৌসুমে বিদায় নিয়েছিল লস ব্লানকোসরা এবং তাদের হারিয়েছিল আলকোয়ানো। এক বছর বাদে তাদের একই পর্বে পেয়ে প্রতিশোধটা নিয়ে নিল রিয়াল।
অবশ্য ম্যাচটিতে অল্প সময়ের জন্য রিয়ালের মনে ভয় ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছিল আলকোয়ানো। তবে শেষ দিকে অল্প সময়ে দুটি গোল তুলে নেয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ৩৯ মিনিটের সময় ইদার মিলিতাও প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৬৬ মিনিটে দানি ভেগা গোল করে রিয়ালের সঙ্গে সমতা নিয়ে আসেন৷ তবে তারা বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি। ৭৬ মিনিটেন সময় মার্কো আসেনসিও গোল করে রিয়ালকে পুনরায় এগিয়ে নেন। এরপর ৭৮ মিনিটে ইসকোর গোলে বড় ব্যবধানই পেয়ে যায় তারা।
এদিকে কারাবাও কাপ আবার তৃতীয় বিভাগের দলের বিপক্ষে ম্যাচ হলেও, এটিতে পূর্ণ শক্তির দল নামান রিয়াল কোচ। মূল দল থেকে শুধুমাত্র গোলরক্ষক থিবো কর্তোয়া খেলেননি৷ আর সবাই ছিলেন মূল দলের।