মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধিদলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।
ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী গত সোমবার থেকে ভিয়েনায় আবার পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যু নিয়ে আলোচনা শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী চই জং-কুন একটি প্রতিনিধিদল নিয়ে ভিয়েনায় পৌঁছেছেন এবং তারা ইরানের আটকে থাকা সম্পদ ছাড়ের বিষয় নিয়ে ইরান এবং আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনা করবে।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ভিয়েনা আলোচনায় তারা সরাসরি অংশ নিতে পারছে না তবে তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্টভাবে যোগাযোগ রাখার জন্য ভিয়েনায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।