Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বহমান পানি জমে গেল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

পৃথিবীতে এমন কিছু ঘটে যার কোনও ব্যাখ্যা মেলে না। বরফের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে পানির ধারা। হঠাৎই চোখের পলকে বহমান সেই পানি হয়ে গেল বরফ! ঘটনাটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের স্কোয়ামিশ শহরে।
জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর বিরল এ ঘটনার ভিডিও করেন এক ব্যক্তি। ভিডিওটি পরদিন তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। তারপরই ইন্টারনেটে ব্যাপক সাড়া পড়ে যায়।
ভিডিও শেয়ার করে ওই ব্যক্তি লেখেন, ব্রিটিশ কলম্বিয়ার স্কোয়ামিশ শহরের শ্যানন জলপ্রপাতের কাছে ঘটনাটি দেখা গেছে। এটি একটি বিরল ঘটনা। চোখের সামনেই পানির প্রবাহ উধাও হয়ে সেটা জমে বরফ হয়ে গেল! তাক লাগানো ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। একজন বলেছেন, এমন কিছু যে ঘটতে পারে, তা নিয়ে তাদের কোনও ধারণা ছিল না।

কেন এমন ঘটনা? কানাডার আবহাওয়া সংক্রান্ত এক টেলিভিশন চ্যানেলের আবহাওয়াবিদ জবাবে বলেছেন, ঘটনাটি বিরল। মাত্রাছাড়া শীতল আবহাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে। ঘটনাও প্রায় তাই। গত বছরের ২৭ ডিসেম্বর স্কোয়ামিশ শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে এটি এ পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯৬৮ সালে সর্বনিম্ন মাইনাস ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ফলে মাত্রাছাড়া শীতল আবহাওয়ার কারণেই বহমান পানি বরফে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র : দ্য ওয়েদার নেটওয়ার্ক, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ