বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সহকর্মীর সাথে মারপিটে আ. করিম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়সূত্র হতে জানাযায়, গতকাল সকাল ১০টার দিকে ওই গ্রামের আ.ওহাবের ছেলে রঙ মিস্ত্রি মনির হোসেন তারই সহকর্মী একই গ্রামের বাছান আলীর পুত্র আ. করিমের বাড়ীতে আসে এক সঙ্গে কাজে যাওয়ার জন্য। করিমকে মনির হোসেন তার সঙ্গে কাজে যেতে বললে করিম কাজে যাবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মনির হোসেন করিমকে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারে। ফলে করিম আহত হয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে। অবস্থা সংকটাপন্ন দেখে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসা নিয়ে বাড়িতে আসে। হাসপাতাল থেকে আসার ২ ঘন্টার পর দুপুরে করিম আবারো মাটিতে অচেতন হয়ে পড়েন। পড়ার সাথে সাথে মারা যায়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের কোন চিন্হ নেই। ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। এই রির্পোট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।