মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার নির্দেশে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধে সন্দেহভাজন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের মৃত্যুর জন্য কখনোই তিনি ক্ষমা চাইবেন না। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া সাপ্তাহিক ভাষণে দুতের্তে বলেন, “আমি কখনোই ওইসব প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করব না। আমাকে জেলে আটকে রাখুন, মেরে ফেলুন, কিন্তু আমি কখনো ক্ষমা চাইব না।” ফিলিপিন্সের সরকারি হিসাবে, ২০১৬ সালের জুনে দুতের্তে ক্ষমতা নেওয়ার পর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজন মাদকসেবী ও বিক্রেতার মৃত্যু হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ওই অভিযানে প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে দুতের্তে সরকারের কঠোর সমালোচনা করে আসছে। অধিকার কর্মী ও সমালোচকেরা বলছেন, আইনশৃংখলা রক্ষা বাহিনী বিনাবিচারে সন্দেহভাজন মাদক ব্যবহারকারীদের হত্যা করেছে। তবে পুলিশের দাবি, যাদের মৃত্যু হয়েছে, তারা গ্রেপ্তার এড়াতে হামলা করেছিল। জাতির উদ্দেশে দেওয়া বছরের প্রথম ভাষণে দুতের্তে দায়িত্ব পালনে থাকা আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের ‘সুরক্ষা’ দেওয়ার অঙ্গীকার করেন। তাদের উদ্দেশে বলেন, প্রাণ বিপন্ন হলে পাল্টা লড়াই করতে হবে। আইনশৃংখলা রক্ষা এবং দুর্নীতিবিরোধী সেøাগান তুলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন রদ্রিগো দুতের্তে। তবে সাংবিধানিক বাধার কারণে আগামী নির্বাচনে আর তিনি প্রার্থী হতে পারবেন না। গত সেপ্টেম্বরে দুতের্তের মাদকবিরোধী যুদ্ধ নিয়ে আনুষ্ঠানিক তদন্তের অনুমোদন দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। ফিলিপিন্সের অনুরোধের কারণে নভেম্বরে তা স্থগিত করে আইসিসি। ফিলিপিন্স তখন বলেছিল, তারা নিজেরাই এ বিষয়ে তদন্ত করছে। ২০১৮ সালে দুতের্তে এক তরফাভাবে আইসিসি থেকে ফিলিপিন্সের সরে আসার ঘোষণা দেন। তার ওই ঘোষণার আগের মাসেই আইসিসির তদন্ত দল মাদকবিরোধী অভিযানের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।