Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিগুণ থেরাপিউটিক পিল কেনার ঘোষণা বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

করোনাভাইরাসের সবচেয়ে খারাপ প্রভাব মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন সরকার ফাইজারের নতুন থেরাপিউটিক পিল ক্রয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি দেখভালের দায়িত্বে নিয়োজিত হোয়াইট হাউস টিমের সাথে এক বৈঠকে বাইডেন বলেন, নতুন এ ক্রয় আদেশের আওতায় এ পিলের মজুদ এক কোটি থেকে দ্বিগুণ বাড়িয়ে দুই কোটি করা হবে। তিনি বলেন, ‘এসব পিল হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার নাটকীয়ভাবে হ্রাস করছে। আমরা ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম ক্রয় আদেশ দিয়েছি। এর আওতায় থেরাপিউটিক পিলের ক্রয় এখন আমি দ্বিগুণ করছি।’ এফডিএ নিয়ন্ত্রক সংস্থা গত ২২ ডিসেম্বর ফাইজারের পক্সলোভিড ট্যাবলেটটি জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। প্রাথমিকভাবে সরকার করোনাভাইরাস মোকাবেলায় এক কোটি থেরাপিউটিক পিল ক্রয় করে। ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ে এসব পিল ক্রয়ের প্রধান লক্ষ্য কোভিড-১৯ রোগের উচ্চ ঝুঁকি মোকাবেলা করা। এদিকে বিশ্বেও অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যেতে দেখা যাচ্ছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ