Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মসূচি বাতিল করে ফিরে গেলেন মোদি

ফ্লাইওভারের ওপর ২০ মিনিট আটকা গাড়িবহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাস্তা বন্ধ পেয়ে পাঞ্জাবের একটি ফ্লাইওভারের ওপর টানা ২০ মিনিট আটকে থাকার পর পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিকে ‘গুরুতর নিরাপত্তা ঘাটতি’ উল্লেখ করে এজন্য কংগ্রেসশাসিত পাঞ্জাব সরকারকে দায়ী করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের কথা ছিল নরেন্দ্র মোদির। এ উদ্দেশ্যে বাথিন্ডা বিমানবন্দরে অবতরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয় তাকে। এরপরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় সড়কপথেই হুসাইনিওয়ালায় যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি। এটি অন্তত দুই ঘণ্টার পথ ছিল। পাঞ্জাব পুলিশের ডিজিপি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পর রওয়ানা হন ভারতীয় প্রধানমন্ত্রী। কিন্তু স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর গাড়িবহর একটি ফ্লাইওভারের ওপর পৌঁছে দেখে, বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে রেখেছে। সেখানে ১৫ থেকে ২০ মিনিট আটকা থাকেন নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লংঘন। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, ভারতীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি ও ভ্রমণ পরিকল্পনা আগেই পাঞ্জাব সরকারকে জানানো হয়েছিল। নিয়মানুসারে, প্রয়োজনীয় সব ধরনের রসদ ও নিরাপত্তার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথা ছিল তাদের। বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে সড়কপথে চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করারও দায়িত্ব ছিল পাঞ্জাব সরকারের, যা স্পষ্টতই করা হয়নি। নিরাপত্তার এমন ঘাটতির কারণে পরে বাথিন্দা বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি। এ বিষয়ে পাঞ্জাব সরকারের কাছে বিশদ প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার দায়দায়িত্ব স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এনডিটিভি।



 

Show all comments
  • Anwar Hossain ৬ জানুয়ারি, ২০২২, ৪:৩২ এএম says : 0
    পাঞ্জাবে কৃষক বিরোধী পুজিবাদীদল বিজেপি একটাও শিট পাবেনা তা দেশ জানে তাই নাটক করছে বিজেপি।
    Total Reply(0) Reply
  • Abhishek Ghosh ৬ জানুয়ারি, ২০২২, ৪:৩২ এএম says : 0
    20 মিনিট ট্রাফিক জ্যাম এ আটকে এই অবস্থা, সাধারণ মানুষ যে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক এ আটকে থাকে তার বেলা??
    Total Reply(0) Reply
  • Sanjib Sarkaŕ ৬ জানুয়ারি, ২০২২, ৪:৩৩ এএম says : 0
    মোদির প্রায়শ্চিত্ব শুরু হয়েছে বলে মনে হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Chotka Rahaman ৬ জানুয়ারি, ২০২২, ৪:৩৩ এএম says : 0
    কৃষকরা আন্দলন করছিলেন,প্রাণ দিচ্ছিলেন,চাচা শীত ঘুম দিচ্ছিলেন,,আজ হয়তো ঘুম ভাঙলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ