Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ গুণ বেশি তাপ দিলো চীনের কৃত্রিম সূর্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বিশ্বের অনেক দেশই ফিউশন রিঅ্যাকটর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে এ প্রযুক্তিতে এবার উল্লেখযোগ্য সফলতা পেয়েছে চীন। দেশটির বানানো নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর ডিভাইস সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি তাপমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। বিজিআরের প্রতিবেদনে জানা যায়, রিঅ্যাকটরটি ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। পরবর্তী সময়ে এই তাপমাত্রা প্রায় ১৭ মিনিট পর্যন্ত ধরে রাখে। আপাতদৃষ্টিতে ১৭ মিনিটকে খুব কম সময় মনে হতে পারে। কিন্তু যখন এটি সূর্যের থেকেও পাঁচ গুণ বেশি তাপমাত্রা ধরে রাখার মতো ব্যাপার। তখন ১৭ মিনিটই খুব দীর্ঘ সময়। ফসিল ফুয়েল, কয়লাকেন্দ্রিক বিদ্যুৎকেন্দ্রগুলো পরিবেশ দূষণের কারণ। চীনের লক্ষ্য ফিউশন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক পরিমাণ পরিবেশবান্ধব বিদ্যুৎশক্তি উৎপাদন করা। চীনের ‘কৃত্রিম সূর্য’ বানানোর প্রকল্পটি এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাকটিং টোকামাক (ইস্ট) নামে পরিচিত। শুধু চীনই নয়, এ ধরনের প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে বিশ্বের শক্তিশালী দেশগুলো। ফ্রান্সের মারসেলেতে রয়েছে ফিউশন প্রযুক্তির সবচেয়ে বড় রিঅ্যাকটর ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাকটর। যুক্তরাজ্যও নিজস্ব ফিউশন রিঅ্যাকটর বানানোর কাজ করছে। তবে চীনের ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই কিন্তু ফিউশন প্রযুক্তিতে অর্জিত সর্বোচ্চ তাপমাত্রা নয়। ২০২০ সালে কোরিয়ান সুপার কন্ডাকটিং টোকামাক অ্যাডভান্সড রিসার্চ সেন্টার (কেস্টার) প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম হয়। তাদের অর্জিত সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৫ সালের মধ্যে তারা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৫ মিনিটের জন্য ধরে রাখতে চায়। সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ