Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে বাধা নিষেধাজ্ঞা : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তার পথে ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন। তিনি সউদী আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলতি ভিয়েনা সংলাপে ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়েই বেশি আলোচনা করতে হচ্ছে, কারণ এসব নিষেধাজ্ঞা আলোচনার পথে সবচেয়ে বড় ও জটিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ইউরোপীয় দেশগুলো ভিয়েনা সংলাপে ইরানের আন্তরিকতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করে উলিয়ানোভ বলেন, ইউরোপীয়রা আসলে ইরান সম্পর্কে আগে থেকে নেতিবাচক ধারনা পোষণ করে। তিনি আরো বলেন, আলোচনা সহজ নয় তবে এতে অগ্রগতি হচ্ছে। মিখাইল উলিয়ানোভ ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত মধ্যস্থতার ভূমিকা পালন করছেন। তিনি মঙ্গলবার ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করেন। এর আগে মঙ্গলবার ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে আবার আলোচনা শুরু হয়। আল-আরাবিয়া নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ