প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন জানিয়েছেন, বলিউড থেকে তার একাধিক অফার আছে, তবে সম্ভবত উত্তর ভারতে দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। ৩৯ বছর বয়সী অভিনেতার সাম্প্রতিক ফিল্ম ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ওয়ান’ ডিসেম্বরের ১৭তে মুক্তি পেয়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। তিনি জানান, বলিউডের ভাল কোনও প্রজেক্টে কাজ করতে তিনি প্রস্তুত। বিখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে অর্জুন ‘বান্নি’, ‘আরিয়া’, দেসামুডুরু, ‘পারুগু’ এবং ‘আলা বৈকুণ্ঠপুরামুল্লু’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। তেলুগু ফিল্মে তিনি প্রায় দুই দশক অভিনয় করে আসছেন। তিনি জানান, অন্য কোনও নায়কের সমর্থনের জন্য তিনি কোনও ফিল্মে কাজ করবেন না। আমি তো প্রধান ভূমিকায় অভিনয় করি। সুতরাং কেউ প্রস্তাব নিয়ে এলে প্রধান ভূমিকার প্রস্তাব নিয়েই আসবে। আমি অন্য কিছুতে আকৃষ্ট হই না। তাই তো বোধগম্য। বড় তারকাকে পার্শ্ব ভূমিকার প্রস্তাব দিলে চরিত্রেরই ক্ষতি হয়। কাজ করতে হবে কেন্দ্রীয় ভূমিকায়। ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ওয়ান’-এর হিন্দি সংস্করণ আলাদা আয় করেছে ৫৭ কোটি রুপির বেশি। অর্জুনের অভিনয়ে সুকুমার পরিচালিত ‘আরিয়া’ তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। অভিনেতার ২০২০ সালের ‘আলা বৈকুণ্ঠপুরামুল্লু’ কার্তিক আরিয়ানের অভিনয়ে ‘শেহজাদা’ নামে হিন্দিতে পুনর্নির্মাণ হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।