Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড, ক্যান্সারে বাবা-মায়ের মৃত্যু, ‘বুল্লি বাই’-এর মাস্টারমাইন্ড ১৮ বছরের তরুণী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৬:৪৫ পিএম

‘বুল্লি বাই’ অ্যাপের মাস্টারমাইন্ড সন্দেহে মঙ্গলবার ১৮ বছরের এক উত্তরাখন্ডের এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। শ্বেতা সিং নামের ওই তরুণী ছাড়াও বিশাল কুমার ঝা নামের ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার এই মামলায় গ্রেফতার হয়েছে আরও একজন, যার পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদির সমালোচনাকারী কয়েকশো মুসলিম নারীর ছবি তাদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চুরি করে গিট হাবে বুল্লি বাই অ্যাপে আপলোড করে তাদের ভার্চুয়াল নিলামের ডাক দেয়া হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।

মঙ্গলবার, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস-পাতিল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সতেজ পাতিল দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মুম্বাই পুলিশের ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ এর প্রশংসা করে, সতেজ পাটিল বলেছিলেন যে, এই ধরনের সমন্বিত অপরাধের পিছনে একটি ‘অনেক বড় নেটওয়ার্ক’ রয়েছে বলে মনে হচ্ছে এবং পুলিশ এর পেছনের রহস্য উন্মোচন করবে।

এদিকে, গ্রেফতার মেয়েটিকে ক্ষমা করে দেয়ার আবেদন জানিয়েছেন জাভেদ আখতার। বলিউডের নামী গীতিকার, চিত্রনাট্য লেখক টুইট করেছেন, ‘বুল্লি বাই’ যদি সত্যিই ১৮ বছরের মেয়েটির মাথা থেকে বেরিয়ে থাকে, তবে তাকে ক্ষমা করে দিতে সবাইকে আবেদন করব। ওর প্রতি সহানুভূতিশীল হয়ে অ্যাপে ছবি ওঠা নারী বা তাদের কয়েকজন ওর সঙ্গে দেখা করে স্নেহশীল বড়দের মতো যেন ওকে বোঝান, সে যা-ই করেছে, সেটা ভুল। মেয়েটি সম্প্রতি কোভিড, ক্যান্সারে বাবা-মা, দুজনকেই হারিয়েছে বলে উল্লেখ করেছেন জাভেদ।

জানা গেছে, গত বছর প্রথম তার মা মারা যান ক্যান্সারে, কিছুদিন বাদে কোভিড-১৯ এ চলে যান বাবাও। মেয়েটির বড় বোন কমার্স স্নাতক, ছোট বোন, ভাই স্কুলে পড়ে। সে ইঞ্জিনিয়ারিং এনট্রান্সের প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি, ভুয়া টুইটার হ্যান্ডল খুলে সে ঘৃণা-ভাষণ, অশালীন ছবি পোস্ট করে যাচ্ছিল। সূত্র: টিওআই, দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ