মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের নাবালক ছেলের নাম সেনাবাহিনীতে লিখিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত হলেন সুইডেনের এক মহিলা। মঙ্গলবার এই খবর সামনে আসতেই সারা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৪৯ বছর বয়সি ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ১২ বছরের ছেলেকে সিরিয়ায় যুদ্ধে পাঠিয়েছিলেন।
সুইডেনের নাগরিক ওই মহিলা ২০২০ সালে সিরিয়া থেকে দেশে ফেরেন। এর পর দেশের আদালতেই তিনি ওই অভিযোগের মুখোমুখি হন। ওই বালকের জন্ম ২০০১ সালে। ২০১৩ সালে সিরিয়ায় আইএস হয়ে যুদ্ধে অংশ নেয়। বছর তিনেক পর ২০১৭ সালে ওই বালক নিহত হয়। যদিও এর বেশি ওই বালক বা তার ময়োর সম্বন্ধে বেশি কিছু প্রকাশ করেননি কর্তৃপক্ষ।
ওই মহিলার আইনজীবী মাইকেল ওয়েস্টারল্যান্ড জানিয়েছেন, তার মক্কেল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সুইডেনের সরকারি আইনজীবী জানিয়েছেন অপরাধ প্রমাণিত হলে ওই মহিলার চার বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
প্রসঙ্গত সে দেশের আইন অনুসারে বিদেশে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মোতাবেক কোনও ব্যক্তির বিচার করা যায় সুইডেনের আদালতে। সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।