Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারীর দলবদলে এমবাপ্পের জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৩:৫১ পিএম
আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে কিলিয়ান এমবাপ্পের। এরপর তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট৷ 
 
অথচ এই এমবাপ্পের জন্য গত মৌসুমের শেষে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন সে প্রস্তাবও ফিরিয়ে দেয় পিএসজি। এখন ছয় মাস পর তার জন্য কিছুই পাবে না ফরাসি জায়ান্টরা৷ 
 
এমবাপ্পে সবকিছু ঠিক থাকলে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। তখন তাকে ফ্রিতে নেবে দলটি৷ তবে রিয়াল ছয় মাস দেরি করতে চায় না৷ এই জানুয়ারীর দল বদলেই তারা এমবাপ্পেকে নিয়ে আসতে চায়৷ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ফুটবল এজেন্ট ব্রানচিনির বরাত দিয়ে জানিয়েছে এমবাপ্পের জন্য নতুন করে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল । তারা চায় পিএসজি শেষ মূহুর্তে এমবাপ্পের বদলে কিছু পাক আর ফরাসি বিশ্বকাপজয়ীকে ছয় মাস আগেই দলে নিয়ে আনতে। 
 
এ ব্যপারে লা গাজেত্তো দেল্লো স্পোর্টসকে তিনি বলেন, ’এখন এটি পিএসজির উপর নির্ভর করছে৷  কয়েকদিন আগে এমবাপ্পের জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল৷ আমি জানিনা এটি কেমন ভাবে নেবে পিএসজি। কিন্তু এমবাপ্পের মতো একজন খেলোয়াড় ফ্রিতে অন্য দলে যোগ দেবে এটি হতাশাজনক। আমি জানিনা প্যারিসে তারা বিষয়টিকে কেমনভাবে দেখছে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ