চেলসি কোচ টমাস টুখেল জানিয়েছেন দলের কাছে ক্ষমা চেয়ে অনুশীলনে যোগ দিয়েছের রোমেলু লুকাকু। স্কাই স্পোর্টস ইতালিয়ার সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন চেলসি ছেড়ে পুনারায় ইন্টার মিলানে যোগ দেবেন তিনি৷
এই মন্তব্য করার পর পুরো টিম ম্যানেজমেন্ট তার উপর ক্ষীপ্ত হয়েছিল। এমনকি টমাস টুখেল তাকে লিভারপুলের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচটিতে বাদ দিয়েছিলেন। তবে কারাবাও কাপের সেমিফাইনালে লুকাকু ফিরতে পারেন। আজ রাতে টটেনহ্যামের বিপক্ষে খেলতে নামবে চেলসি।
লুকাকুর ক্ষমা চাওয়ার বিষয়ে টুখেল বলেন, ‘বিষয়টি ঠিক করার জন্য আমরা পর্যাপ্ত সময় নিয়েছিলাম। সে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ও দলের অনুশীলনে ফিরেছে। বিষয়টি ঠিক করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল এখন ঠিকও হয়ে গেছে। আমার জন্য যে জিনিসটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো বিষয়টি বোঝা এবং এটি যে সে ইচ্ছাকৃতভাবে বলেনি সেটি জানা। সে এটি ইচ্ছাকৃতভাবে করেনি।’
লুকাকু চেলসি ছাড়ার কথা বলেছিলেন টমাস টুখেলের খেলানোর ধরন দেখে৷ তিনি বলেছিলেন তিনি পুরো ফিট আছেন কিন্তু টুখেলের খেলানোর ধরন তার পছন্দ হচ্ছিল না।