Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দর করো স্যালুট দেয়ার কারণ জানালেন এবাদত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:৫১ এএম | আপডেট : ১২:১৮ পিএম, ৫ জানুয়ারি, ২০২২
এবাদত হোসেনের আগুনঝরা বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট তুলে নেন তিনি৷ ফলে তিনি জিতে নেন ম্যাচসেরার পুরষ্কার৷ 
 
এবাদত হোসেন যখনই উইকেট নেন তখনই তিনি প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানকে স্যালুট দিয়ে থাকেন। 
 
আজ ম্যাচসেরা হওয়ার পর এবাদত জানান তার সুন্দর করে স্যালুট দেয়ার কারণ। তিনি জানান বিমান বাহিনীর সদস্য হিসেবে তিনি এই স্যালুট দিয়ে থাকেন৷ এ ব্যপারে এবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক। তাই আমি জানি কিভাবে সুন্দর করে স্যালুট দিতে হয়। এটা অনেক লম্বা একটি গল্প। ভলিবল খেলোয়াড় থেকে ক্রিকেটে এসেছি। আমি এখন ক্রিকেটকে এনজয় করছি৷ বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।’ 
 
এদিকে এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর ভলিবল খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ