Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের কথা ভুলে যেতে চান মুমিনুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:২১ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ৷ কিউইদের বিপক্ষে এ ম্যাচটিতে জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম ও নিউজিল্যান্ডেের মাটিতে প্রথমবারের মতো কোন ম্যাচে জয় পেয়েছে৷ এমন জয়ের পর আনন্দে আত্মহারা পুরো দেশ। তবে অধিনায়ক মুমিনুল হক বললেন তারা আপাতত ভুলে যেতে চান৷ তিনি এখন নজর দিতে চান দ্বিতীয় টেস্টে। জিততে চান সিরিজ৷ তাই প্রথম ম্যাচে জয়ের পর আবেগে গা না ভাসিয়ে দিয়ে ক্রাইস্টচার্চে পরের ম্যাচে নজর দিতে চান তিনি৷। 
এ ব্যপারে মুমিনুল বলেন, 'এখানে শেষ কয়েকটি টেস্ট ম্যাচে আমরা ভালো খেলিনি। তাই এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এখানে ভালো কিছু করার৷ আজ আমরা এই জয়ের কথা ভুলে যেতে চাই। আমাদেরকে এখন ক্রাইস্টচার্চের ম্যাচের দিকেও তাকাতে হবে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ