Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইরানী কোচেই আস্থা শুটিংয়ের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

এবার ইরানী কোচেই আস্থা রাখছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে চোখ তাদের। তাই এয়ার রাইফেল ইভেন্টে কোচ হিসেবে তারা উড়িয়ে এনেছে ইরানের কোচ জায়ের রেজাইকে। দুই বছরের জন্য আব্দুল্লাহ হেল বাকী-রাব্বী হাসান মুন্না-সৈয়দা আতকিয়া হাসানদের দায়িত্বে থাকবেন তিনি। ১ জানুয়ারি ঢাকায় এসে গতকাল গুলশানের শুটিং রেঞ্জ ঘুরে দেখেছেন রেজাই। দেখা করেছেন শুটারদের সঙ্গে। ২০১৮ সালে কমনওয়েলথ গেমস শুটিংয়ে দুটি ইভেন্টে বাংলাদেশ রৌপ্যপদক জিতেছিল। এয়ার রাইফেল ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকী ও পিস্তলে শাকিল আহমেদ পদক জিতে সবার মুখে হাসি ফুটিয়েছেন। সেই রাইফেল দলের কোচ ছিলেন ডেনমার্কের ক্লাভস ক্রিস্টেনসন। কিন্তু মাঝ পথে অর্থাভাবে তাকে বিদায় দিয়েছে শুটিং ফেডারেশন। এবার অনেক দিন পর বাকী-দিশারা মানসম্মত নতুন বিদেশী কোচ পেলেন। কোচ জায়ের রেজাইয়ের অধীনে ৩৯টি আন্তর্জাতিক পদক ও দুটি অলিম্পিক কোটা অর্জন করে ইরান জাতীয় দল। বাংলাদেশ শুটিং ফেডারেশনের আশা, নতুন এই কোচের অধীনে সাফল্য পাবে বাংলাদেশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ