মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা ধ্বংসাত্মক আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলার কয়েকঘণ্টা পরই আবার জ্বলে উঠেছে আগুন। বিবিসি জানায়, ভবনের ছাদ থেকে জ্বলে উঠতে দেখা যাচ্ছে আগুনের শিখা। দমকলকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ভবনটিতে কার্পেট এবং কাঠের মেঝে থাকায় বারবার আগুন জ্বলে উঠার আশঙ্কা আছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে কেপ টাউনের পার্লামেন্ট ভবনে এ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ধ্বংস হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে মেঝে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগুন লাগানোসহ ভবন ভাঙচুর এবং চুরির অভিযোগও আনা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগুনের ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেন। তিনি এ ঘটনার পরও পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যদিও ছুটির কারণে এখন পার্লামেন্ট অধিবেশন বন্ধ আছে। পার্লামেন্ট ভবনের তৃতীয় তলার দপ্তর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কর্মকর্তারা। যা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।