Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশিদের জন্য করনীতির মেয়াদ বাড়াচ্ছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

চীনে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকদের জন্য অগ্রাধিকার আয়কর নীতির মেয়াদ বাড়ানো হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, করদাতাদের ওপর থেকে বোঝা কমিয়ে ভোক্তা ব্যয় বাড়াতে আগ্রহী সরকার। সেজন্য বিদেশী কর্মীদের জন্য বিশেষ করহারের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিদেশীদের জন্য কর অব্যাহতির এ সুবিধা অব্যাহত রাখবে চীন। শুধু তা-ই নয়, অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশী কর্মীদের বাড়ি ভাড়ায় ভর্তুকি, ভাষাগত প্রশিক্ষণ ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে নিয়োগকর্তাদের নির্দেশ দেয়া আছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এ নিয়ম চালু হয়েছিল, যা চলতি মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সেটির মেয়াদ বাড়িয়ে দিল। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে করহারসহ অন্যান্য ফি আরো কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চীন। ব্যক্তিগত আয়করের বোঝা কমাতে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর থেকে চাপ কমাতে গত ২৯ ডিসেম্বর নতুন করনীতি ঘোষণা করে দেশটি। পাশাপাশি বিদেশীদের জন্যও আলাদা সুবিধা দেয়া হলো। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ