বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পরিবেশ দূষণের দায়ে রীফ লেদার কারখানাকে ১ লাখ ৪০ হাজার ৪শ’ টাকা এবং সামদানী ওয়াশিং কারখানাকে ৬৭ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক মোঃ আজাদুর রহমান মল্লিক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নগরীর নেক্সাস শিল্প এলাকায় রীফ লেদার নামে কারখানাটি ইতোপূর্বে প্রদত্ত আদেশ অমান্য করে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ করছিল। এ কারখানাটিকে তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় অবমুক্ত করায় জরিমানা করা হয়। একই অপরাধে সামদানী ওয়াশকে জরিমানা করা হয়।
এছাড়া উক্ত এলাকায় অবস্থিত চিং হুন ফাইবার্স নামক ইয়ার্ন ডাইং প্রতিষ্ঠানকে শুনানিতে হাজিরের নোটিশ জারি করা হয়। এদিকে গতকাল নগরীর টেক্সটাইল গেইট এলাকায় অভিযান চালিয়ে দি পলি প্রিন্টিং প্যাক নামক প্রতিষ্ঠান থেকে ৭শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে শুনানিতে হাজিরের নোটিশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।