Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাঙ্গেরি সীমান্তে আটকে আছে ৪৫০ অভিবাসন প্রত্যাশী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

তিন দিন ধরে প্রচন্ড শীতের মধ্যে ৪৫০ অভিবাসনপ্রত্যাশীকে আটকে রাখা হয়েছে হাঙ্গেরি সীমান্তে। পুলিশ জানায়, হাঙ্গেরিতে যাতে তারা প্রবেশ করতে না পারে, সেজন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাদের ঘিরে রেখেছে। হাঙ্গেরির পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী ৪৫৭ অভিবাসনপ্রত্যাশীকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে। গত তিন দিন ধরে তারা প্রচÐ শীত উপেক্ষা করে সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন। পুলিশ আরও জানিয়েছে, গত বছরের ২০-২৬ ডিসেম্বরের মধ্যে ১ হাজার ৪১৮ জন এবং ২৭ ডিসেম্বর-২ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৩৮১ অভিবাসনপ্রত্যাশীকে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। মানবপাচারের অভিযোগে সেখান থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ। সাইবেরিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে কাটা তারের বেড়া দিয়ে শরণার্থীর ঢল মোকাবিলা করছে হাঙ্গেরি। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ