মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ১০ স্থাপনা ভাঙার নির্দেশ ইসরাইলি কর্তৃপক্ষের। এসব স্থাপনার মধ্যে ঘরবাড়ি ছাড়াও মসজিদ রয়েছে। সোমবার স্থানীয় প্রশাসন এ নির্দেশ দেয়। খবর আনাদোলুর। পশ্চিমতীরের বেথেলহেম শহরের মেয়র সালাহ ফানাউন জানান, অনুমোদন না নেওয়ার অজুহাতে ফিলিস্তিনের নাহালিন নামে গ্রামটির মসজিদসহ ১০টি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরাইলের প্রশাসন। মসজিদ ছাড়াও চার গ্রামবাসীর বাড়ি রয়েছে এ তালিকায়। ওই এলাকাটির প্রশাসনিক ক্ষমতা ও নিরাপত্তার দায়িত্ব ইসরাইলিদের হাতে। ১৯৯৫ সালে অসলোতে ইসরাইল ও তৎকালীন ফিলিস্তিনের কর্তৃপক্ষ পিএলওর সঙ্গে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, অসলো চুক্তির দোহাই দিয়ে ২০২১ সালে ফিলিস্তিনিদের ৭৬৮টি ঘরবাড়ি ভেঙে ফেলেছে ইসরাইল। অপর এক খবরে বলা হয়, ইসরাইলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও আহত হয়েছে আরও একজন। দেশটির সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে দুই পাইলটসহ তিনজন আরোহী ছিলেন। হঠাৎই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় উপক‚ল হাইফা শহরে কাছে সামরিক উড়োযানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। আনাদোলু এজেন্সি, হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।