নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দশ দলের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় পুরুষ রোকবল প্রতিযোগিতা। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক ও রোকবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক ঝর্না আক্তার। উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, পুলিশ, জগৎপুরা যমুনা ও শেখ রাসেল ক্লাব একাডেমি। প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল বুধবার। এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে শেষ চারের লড়াই। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এবারের জাতীয় রোকবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি আন্তর্জাতিক ও এশিয়ান রোকবল ফেডারেশনের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ রোকবল ক্লাব, বাংলাদেশ আনসার, শেখ রাসেল রোকবল একাডেমি, নাইন স্টার স্পোর্টিং ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, রিংকু স্পোর্টিং ক্লাব, মিরপুর রোকবল অ্যাসোসিয়েশন, জহিরুল স্পোর্টিং ক্লাব, জগৎপুরা যমুনা টাঙ্গাইল রোকবল অ্যাসোসিয়েশন ও মামুনি স্পোর্টিং ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।