Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের নমুনা পরীক্ষা যেন প্রভাবমুক্ত থাকে: বিএফএসএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৭:০৯ পিএম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার বলেন, নিরাপদ খাদ্যের জন্য যেসব খাবারের নমুনা পরীক্ষা করা হবে, সেগুলো সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করে ফলাফল দিতে হবে। যাতে প্রতিবেদন নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। পরীক্ষা-নিরীক্ষা সব ধরনের প্রভাবমুক্ত থাকতে হবে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিএফএসএ ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডের মধ্যে নমুনা পরীক্ষার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান দুটি প্রতিষ্ঠানকে খাবারের নমুনা পরীক্ষার ফল প্রভাবমুক্ত রাখার তাগিদ দেন। সমঝোতা স্মারকে বিএফএসএর পক্ষে সই করেন সচিব আব্দুন নাসের খান ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. খালেক। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফএসএ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব খাদ্যের নমুনা সংগ্রহ করে, তার সুষ্ঠু পরীক্ষা, বস্তুনিষ্ঠ প্রতিবেদন, মানসম্মত নমুনা পরীক্ষা এবং সর্বোপরি নিরাপদ খাদ্য নিশ্চিত করবে দুটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং শাহনওয়াজ দিলরুবা খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ