বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এদিনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান উপমহাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। পাশাপাশি অতীতের গৌরবময় অধ্যায় তুলে ধরে সংগঠনটিকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানাচ্ছেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ফেইসবুকে লিখেছেন, ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৪ টি বছর অতিক্রম করেছে প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্য ত্বনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি পিতৃহারা এই এতিম সংগঠনটিকে জননীর মমতায় ধারণ করে এবং ভগিনির স্নেহে লালন করে চলেছেন। ...... শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ। *জয় বাংলা - জয় বঙ্গবন্ধু*’
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন লিখেছেন, ‘সোনার অক্ষরে বাঁধা যে নাম / হীরকের মতো কাটলে আলোর আভা ছড়ায় যে / যৌবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে যার হাত ধরে / ছাত্রলীগ কালজয়ী, অমর মহাকাব্য, অতৃপ্ত তৃষ্ণার নাম। দিনদিন ভালোবাসা বাড়তেই থাকে যার প্রতি ছাত্রলীগ লাখো শিক্ষার্থীদের প্রথম প্রেয়সী জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ।’
নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম রনি লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ,শুভানুধ্যায়ী এবং কর্মী-সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন... জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
মাসুম বিল্লাহ মাসুমর প্রত্যাশা, ‘শুভ জন্মদিন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের অধিকার আদায় ও রক্ষায় শত বাঁধা পার হয়ে কাজ করে যাবে এ ঐতিহ্যবাহী সংগঠন।’
অতীতের গৌরবময় ইতিহাস তুলে ধরে এম ইসফাক আহসান লিখেছেন, ‘আজ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখসমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ এই বিশেষ দিনে সংগঠনের সকল নেতাকর্মীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।’
শারমিন সুলতানা লিলি লিখেছেন, ‘প্রেম ধীরে ধীরে মুছে যায়, তবু ছাত্রলীগের প্রতি প্রেম দিনে দিনে গাঢ় হয়। শুভ জন্মদিন প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বেঁচে থাকো স্বমহিমায় হাজার হাজার বছর।’
আতিক রহমান লিখেছেন, ‘শুভ জন্মদিন! অপ্রতিরোধ্য প্রেম, তারুণ্যের উদ্যম আর এক আকাশ আবেগের সমন্বিত রক্তস্রোত বাংলাদেশ ছাত্রলীগ! তোমার প্রেমে নিঃস্ব হয়ে যাওয়া অগণিত প্রেমিকের নিঃস্বার্থ ভালোবাসায় তুমি চিরযৌবনা হয়ে থাকো। ভালোবাসা নিও,শুভেচ্ছা নিও, প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।