Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ জারির সিদ্ধান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৫:৪৪ পিএম

ভারতে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস। সংক্রমণে লাগাম টানতে সপ্তাহান্তে কারফিউর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

করোনাভাইরাসের সংক্রমণে রাশ টানতে দিল্লিতে সপ্তাহান্তে লকডাউন শুরু হতে চলেছে। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে কারফিউর সময় শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। অনাবশ্যকীয় চলাচলে পুরোপুরি বিধিনিষেধ থাকবে। সপ্তাহান্তে সরকারি অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম' করতে হবে। বেসরকারি অফিসে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন।

সম্প্রতি দিল্লিতে হুড়মুড়িয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সোমবার দিল্লির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪,০৯৯ জন নতুন আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ৬.৪৬ শতাংশে পৌঁছে গিয়েছে।

আপাতত ভারতে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে (৫৬৮)। তারপরই আছে দিল্লিতে। সেখানে ৩৮২ জন করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন সেরে উঠেছেন।

সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, রাজধানীতে ওমিক্রনের রীতিমতো দাপট দেখা গিয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো নমুনার ৮১ শতাংশের ক্ষেত্রে রিপোর্ট ওমিক্রন পজিটিভ আসছে। সূত্র: পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ