Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচনে শামীম ওসমান কি খুব জরুরী’ পাল্টা প্রশ্ন আইভীর

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৪:০৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন ঘিরে শামীম ওসমান প্রসঙ্গ আসছে ঘুরেফিরে৷ শামীম ওসমানের অবস্থান কী, সমর্থন আছে কিনা, এমন প্রশ্নের মুখোমুখি বারবারই হতে হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী৷ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে প্রচারণার সময় একই প্রশ্নের উত্তরে অনেকটা বিরক্তির স্বরেই আইভী বললেন, ‘তাকে খুব কি জরুরি আজকে আমাদের এই নির্বাচনে৷ উনি একজন এমপি। উনি তো ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবে না। তাই আমরা নির্বাচনের মধ্যেই থাকি।’
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মধ্যে কখনই বিভাজন ছিল না। তৃণমূল সবসময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই। আগেও ছিল না এখনও নেই। আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি, শেখ হাসিনার কর্মী। আমাদের মতভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। দিন শেষে আমরা সকলেই শেখ হাসিনার কর্মী।’
এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘ষড়যন্ত্র দেখার জন্য সময় আমার নেই৷ আমি সারাদিন মানুষের সাথে থাকছি৷ পূর্বেও নির্বাচন করেছি, বহু ষড়যন্ত্র হয়েছে৷ জনগণ তার রায়ের মাধ্যমে সব ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে৷ ষড়যন্ত্র দেখার জন্য আমার দল আছে, দলের নেতৃবৃন্দ আছে৷ আমার সাথে বোঝাপড়া সাধারণ মানুষের৷’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী বলেন, ‘জনগণ আমার সাথে আছে৷ যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসছে৷’
তিনি বলেন, ‘কার সমর্থন আছে কার নেই সেটা বিবেচ্য নয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছে৷ মানুষ সেটাই দেখে, তৃণমূল নেতাকর্মীরা সেটাই জানবে৷ সেভাবেই তৃণমূল কাজ করছে৷’
তৈমুর আলমকে পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘এটা তাদের দলীয় কৌশল৷ এটা নিয়ে কথা না বলাই ভালো৷ ওনাকে আমি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতে চাই৷ লড়াই হবে চাচা-ভাতিজির লড়াই৷ উনি যেহেতু আমার চাচা, ওনার সমস্থ আশীর্বাদ, দোয়া, স্নেহ আমার জন্য৷ সুতরাং আমি জয়যুক্ত হবো৷’
নির্বাচনী সমীকরণ কেমন দেখছেন, এমন প্রশ্নের জবাবে দুইবারের নির্বাচিত এই মেয়র বলেন, প্রতিটি নির্বাচনের ফ্লেভার আলাদা৷ জটিল হোক কিংবা সমীকরণ কোথায় যাচ্ছে সেটা দেখার সময় আমার নেই , আমি দেখতে চাইও না৷ আমি বুঝি নারায়ণগঞ্জের জনগণ, নারায়ণগঞ্জের জনস্রোত, গণমানুষ৷ এর বাইরে কোনো সমীকরণ বুঝি না৷’
সকাল পৌনে এগারোটার দিকে ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল থেকে প্রচারণা শুরু করেন আইভী৷ তিনি বাতানপাড়া, মিজমিজি, পাইনাদীসহ বিভিন্ন এলেকায় ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন৷ তাকে বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান৷ প্রচারণায় তার সাথে আছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিক নির্বাচন

২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ