বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র (হাতি প্রতীক) মেয়র প্রার্থী, বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তকে ইঙ্গিত করে , এসি রুমে বসে নির্দেশ দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। নারায়াণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। বিএনপি আমাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।
নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, দল-মত নির্বিশেষে এখন সবাই-ই আমাকে ভোট দিতে পারবেন। কেননা, আমি দলীয় কোনো প্রার্থী না। যেহেতু নাগরিকদের জন্য আমি এ নির্বাচনে অংশ নিয়েছি, তাই সর্বশ্রেণির নাগরিক আমার পাশে আছেন। তারা আমাকে বিজয়ী করবেন। আমার দলের লোকেরাও আমার পাশে আছেন। বিএনপি আমাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।
তৈমূর বলেন, আমি রাজপথে গুলি খাওয়া লোক, নারায়ণগঞ্জের মানুষের জন্য আমার অনেক অবদান আছে। ২০১১ সালে আমি বসি নাই, বসছে বিএনপি। এবার তো আমার থেকে সব পদ উঠিয়ে নিয়েছে। এখন তো দল আর কিছু বলতে পারবে না।
তিনি বলেন, বিএনপির লোকজন কারও কথায় কখনও নৌকায় ভোট দেবে না। আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আমিই জয়লাভ করব। ১৭ জানুয়ারি আমার বিজয়ের গেজেট প্রকাশ হবে ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।