Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটের মঙ্গলের জন্য বায়ো বাবল বাদ করুন : কেভিন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৩:৪৬ পিএম
করোনা ভাইরাস পৃথিবীতে আসার পর বেশ কয়েকদিন বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা৷ তবে বেশিদিন তো আর সবকিছু বন্ধ করে রাখা যায় না৷ আর তাই বায়ো সিকিউরিটি বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করে আবার মাঠে ফেরানো হয় খেলা৷ তবে কয়েকদিন যাওয়ার পর বায়ো বাবল থেকে এখনো মুক্তি মেলেনি খেলোয়াড়দের। কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলেই তাদের বন্দি হয়ে যেতে হয়। যা এখনো শেষ হয়নি। আর এ বিষয়টি খেলোয়াড়দের মন মানসিকতার উপর বেশ প্রভাব ফেলছে। যার প্রভাব এসে পরছে খেলাতেও। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন এই বায়ো বাবলে থাকতে থাকতে অসুস্থ হয়ে পরেছেন তারা৷ 
 
এবার এই বায়ো বাবল পুরোপুরি উঠিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি বলেছেন, ‘ভালো ক্রিকেটের অনেক বড় ক্ষতি করছে বায়ো বাবল।’ 
 
এ ব্যপারে মঙ্গলবার একটি টুইট  করেন পিটারসেন৷ সেখানে তিনি লেখেন, ‘ক্রিকেটের ভালোর জন্য খেলোয়াড় ও কোচদের কঠোর বায়ো বাবল থেকে মুক্তি দিন যত দ্রুত সম্ভব।  এটা সবকিছু ধংস্ব করে দিচ্ছে। খেলোয়াড় ও কোচরা এর উপর ত্যক্ত বিরক্ত হয়ে গেছে৷’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ